আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শাহ আমানতে আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি ঘন কুয়াশায়

ঘন কুয়াশার কারণে আজও ৫টি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামতে পারেনি। যার কারণে ফ্লাইটগুলোকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়। বিমানবন্দর ব্যাবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান এ তথ্য জানিয়েছেন। ১৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টা থেকে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে বলে তিনি জানান।

সারওয়ার-ই-জামান বলেন, ‘সকালে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া, মাসকাট ও দোহা থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ, দোহা থেকে আসা ইউএস বাংলার একটিসহ মোট ৫টি ফ্লাইট শাহ আমানতে অবতরণ করতে পারেনি। ওই ফ্লাইটগুলো ঢাকায় শাহজালাল বিমানবন্দরে চলে যায়। সকাল ১০টায় ভিজিবিলিটি স্বাভাবিক হওয়ার পর এখন ফ্লাইট ওঠানামা করছে। ঢাকায় ফেরত পাঠানো ফ্লাইটগুলো অবতরণ করতে শুরু করেছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ