
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে শেষ করে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে অফিস থেকে বের হওয়ার পর কোনও কারণ ছাড়াই তাকে ধরে থানায় নিয়ে যায় পুলিশ।
জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপি নেতা ড. রফিকুল ইসলাম হিলালী এই ঘটনার তীব্র নিন্দা জানান।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।’
পড়েছেনঃ ৩৭৬