
মোঃ ইকবাল হোসেন, সাতকানিয়া সংবাদদাতা :
উপজেলার কালিয়াইশ ইউনিয়নে আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃদ্ধার নাম আনোয়ারা বেগম (৭০)। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কালিয়াইশ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনুস আহমদের বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার স্টেশনের দুইটি গাড়ি আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে আনুমানিক আড়াই লাখ টাকার ক্ষতি হয় বলে জানা যায়। এবং মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পড়েছেনঃ ৩৬৩