আজ : বুধবার ║ ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২রা শাবান, ১৪৪৭ হিজরি

দুর্নীতি দূর করতে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান অধ্যক্ষ হেলালীর

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, দেশে দুর্নীতি দূর করতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করতে হবে। তিনি বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে জনগণকে সচেতনভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং ন্যায় ও সততার পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।

২০ জানুয়ারি বিকেলে নগরীর বাদুরতলা জঙ্গীশাহ মাজার এলাকায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অধ্যক্ষ হেলালী বলেন, দুর্নীতি দেশের অগ্রগতির প্রধান বাধা। প্রশাসন, রাজনীতি ও সমাজের প্রতিটি স্তরে দুর্নীতির প্রভাব কমাতে হলে শক্তিশালী গণরায় প্রয়োজন। গণভোটের মাধ্যমে জনগণের স্পষ্ট সমর্থনই পারে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে।

গণসংযোগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জামায়াতের মজলিসে শুরার সদস্য ও পাঁচলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমী। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে রাজনৈতিক সচেতনতা অত্যন্ত জরুরি। জনগণ যদি ন্যায় ও সততার পক্ষে অবস্থান নেয়, তাহলে দেশকে একটি দুর্নীতিমুক্ত পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাদুরতলা ওয়ার্ডের সভাপতি কামাল হোসেন।

গণসংযোগে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বহদ্দারহাট সাংগঠনিক ওয়ার্ডের সেক্রেটারি গিয়াস উদ্দিন তালুকদার, শ্রমজীবী ওয়ার্ডের সভাপতি হাফেজ তৌহিদ হোসাইন, নাসির উদ্দিন, আবু তাহের, নুরুল আমিন, জাফর আহমদসহ অন্যান্য নেতাকর্মীরা। তারা বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং দুর্নীতিবিরোধী আন্দোলনে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরেন।

কর্মসূচি শেষে বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে এই গণভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ