
ফিল্ডিংয়ে ভারতীয়রা,ব্যাট করছে নিউজিল্যান্ড। ওদিকে মাঠের ঠিক বাইরে দুই অধিনায়ক আলোচনায় মগ্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ছবি প্রকাশ হতেই ভাইরাল!
শেষ টি-টোয়েন্টিতে খেলেননি বিরাট কোহলি, বিশ্রাম নিয়েছেন। কেন উইলিয়ামসনের না খেলার কারণ কাঁধের চোট। তবে ম্যাচের সময় মাঠেই ছিলেন দুজনে। নিউজিল্যান্ড ইনিংসের সময় তো কথাও বলছিলেন। পাশে বসে এই সময়ের দুই সেরা ব্যাটসম্যানের কথা গভীর মনোযোগে শুনছিলেন ঋষভ পন্ত।
কোহলি আর উইলিয়ামসনের আলোচনা নিয়ে আগ্রহ তো থাকবেই। ‘কী কথা বলছিলেন আপনারা?’ ম্যাচের পর সাংবাদিকদের এমন প্রশ্নে ভারত অধিনায়ক কোহলি বলেছেন, ‘কেন আর আমার মন-মানসিকতা এবং দর্শনে অনেক মিল। আমরা বিশ্বের ভিন্ন প্রান্ত থেকে এসেছি। অথচ আমাদের চিন্তা-ভাবনায় যেমন মিল আছে, তেমনি কথাও বলি একই ভাষায়। এটা সত্যিই বিস্ময়কর।’
টি-টোয়েন্টি সিরিজে পাঁচটি ম্যাচই হেরেছে নিউজিল্যান্ড, যার মধ্যে দুটি সুপার ওভারে। কিউইরা ঘরের মাঠে হোয়াইটওয়াশ হলেও উইলিয়ামসনের নেতৃত্ব নিয়ে কোহলি উচ্ছ্বসিত, ‘স্কোরলাইন যা-ই বলুক, আমি মনে করি নিউজিল্যান্ড ক্রিকেট সেরা ব্যক্তির হাতেই পড়েছে। এই দলকে নেতৃত্ব দিতে সে (উইলিয়ামসন) সঠিক ব্যক্তি। সে একেবারে নিখুঁত অধিনায়ক।