আজ : বৃহস্পতিবার ║ ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

শর্ত সাপেক্ষে ১৬ জানুয়ারি থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা

দেশচিন্তা ডেস্ক: দুটি শর্ত দিয়ে শুক্রবার (১৬ জানুয়ারি) থেকেই খেলায় ফেরার আশা প্রকাশ করেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। শর্তের একটি হচ্ছে প্রকাশ্যে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের ক্ষমা চাওয়া, অন্যটি তার পদ নিয়ে বিসিবির প্রক্রিয়া চলমান রাখা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি( বিসিবির ঘোষণায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত হয়ে যাওয়ার পর কোয়াব এক বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে। নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে তাদের স্বাগত। সেই সঙ্গে তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান রাখার দাবি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। যেহেতু তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে বিসিবি সময় চেয়েছে, সেই সময়টুকু আমরা দিতে চাই। আশা করব সেই প্রক্রিয়া চলমান থাকবে।…তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলে ও তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে আমরা শুক্রবার থেকেই খেলায় ফিরতে প্রস্তুত।’

কোয়াব নাজমুল ইসলামের ক্ষমা চাওয়ার দাবি তুলেছে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে। গতকাল বুধবার গণমাধ্যমের পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হয়, বিশ্বকাপে যদি বাংলাদেশ অংশগ্রহণ না করে সেক্ষেত্রে কি খেলোয়াড়দের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা? জবাব দিতে গিয়ে নাজমুল বলেন, ‘এই প্রশ্নটা (ক্ষতিপূরণের) তুলতেই পারবে না। কারণ হচ্ছে আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না, আজ পর্যন্ত আমরা একটা বৈশ্বিক শিরোপা আনতে পেরেছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পেরেছি? আমরা তাহলে তো প্রতিবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো নাই, তোমাদের পেছনে যা খরচ করছি এটার দায়ভার এবার তোমাদের কাছ থেকে আমরা নিবো। ফেরত দাও।’

নাজমুল ইসলামের এই মন্তব্যের পর তার পদত্যাগ দাবি করে ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি দেয় কোয়াব। এরপর আজ হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলন ডেকে নিজেদের অবস্থানে তারা অনড় থাকবেন। তবে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ করলে তারা খেলার জন্য প্রস্তুত থাকবেন। তার কিছুক্ষণ পরই খবর আসে, ফিন্যান্স কমিটিসহ বিসিবির সব ধরনের কার্যক্রম থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়েছে। বিকেলে এক বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করে বিসিবি।

নাজমুল ইসলাম এর আগে তামিম ইকবালকে ভারতের দালাল বলে অভিহিত করেন। বাংলাদেশের বিশ্বকাপ খেলার ইস্যুতে তামিমের ‘আমাদের অর্থের প্রায় ৯০-৯৯ শতাংশ আইসিসি থেকে আসে। তাই সবকিছু চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হবে’র প্রতিক্রিয়ায় নাজমুল ফেসবুকে লেখেন, ‘এইবার আরো একজন পরিক্ষিত (সঠিক বানান পরীক্ষিত) ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’ পরে স্ট্যাটাসটি তিনি মুছে ফেলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ