আজ : মঙ্গলবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ৪৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠান

দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ১০ জানুয়ারি ২০২৬, শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয় ব্যবসায় প্রশাসন বিভাগের ৪৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির। ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক অমল ভূষণ নাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক এস. এম. নছরুল কদির প্রিমিয়ার ইউনিভার্সিটিকে দ্রুত এগিয়ে নেওয়ার জন্য নতুন নতুন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের প্রক্রিয়া চলছে বলে তাঁর বক্তব্যে উল্লেখ করেন। তিনি বলেন, ভালো কাজগুলো কষ্টসাধ্য হয়, কিন্তু অসম্ভব হয় না। তিনি আরও বলেন, এখন থেকে বিদায়ী শিক্ষার্থীরা নতুন নতুন জায়গায় পা রাখবে। তাদের নতুন স্বপ্ন, নতুন আশা, নতুন চাওয়া পূরণের চেষ্টা চলবে। সুতরাং তাদের জন্য আজকের বিদায় আসলে বিদায় নয়; এটা একটা প্রস্তুতি ভবিষ্যত নির্মাণের।
বিশেষ অতিথি রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, ফলাফল যা’ই হোক, তার উপর ভিত্তি করে তোমাদের এগিয়ে যেতে হবে। ফলাফল যদি সন্তোষজনক না হয়, তাকে হেরে যাওয়ার উপাদান ভাবা যাবে না। শুধু নিজেকে নিয়ে না ভেবে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার মানসিকতা ধারণ করতে হবে।
সভাপতির বক্তব্যে ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক অমল ভূষণ নাগ বলেন, তোমরা নিজেদের কর্মদক্ষতা ও মূল্যবোধের সঙ্গে পথ চলবে। আমি নিশ্চিত, তোমরা এই বিশ্ববিদ্যালয়ের গৌরব আরও বৃদ্ধি করবে।
৪৩তম ব্যাচের শিক্ষার্থী মৃত্তিকা দাশগুপ্তার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর জনাব তাসনিম সুলতানা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কেটিং ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর জনাব সুলতানা রাজিয়া চৌধুরী, ফিন্যান্স ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর জনাব রাজীব দত্ত, অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর ড. আহসান উদ্দিন এবং এইচআরএম ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর জনাব রহিমা বেগমসহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী ও জনাব রকিবুল হোসেন উপস্থিত ছিলেন।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ