আজ : সোমবার ║ ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

বিয়ে করলেন কৃতির বোন নূপুর শ্যানন

দেশচিন্তা ডেস্ক: বিয়ে করলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নূপুর শ্যানন। গায়ক স্টেবিন বেনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।

শনিবার (১০ জুানুয়ারি) উদয়পুরে খ্রিস্টান ধর্মীয় রীতি মেনে বিয়ে করেন নূপুর-স্টেবিন। বিয়েতে দুই পরিবার ও ঘনিষ্ঠ জনরা উপস্থিত ছিলেন।

বিয়ের দিন বর-কনে দুজনেই পরেছিলেন সাদা রংয়ের পোশাক। নেট আর সুতার কাজের ধবধবে সাদা পোশাক পরা জুটির বিয়ের ছবি এখন নেটদুনিয়ায় ভাইরাল।

এদিকে বোনের বিয়ের পর কৃতির বিয়ে নিয়ে আলোচনা চলছে শোবিজ অঙ্গনে। জানা যায়, বেশি বয়সে বিয়ে হওয়ায় কৃতির মা গীতা শ্যানন চেয়েছিলেন, তার মেয়ের বিয়ে ২৩-২৪ বছর বয়সের মধ্যেই হয়ে যাক।

কিন্তু অভিনেত্রী তা মেনে নেননি। জীবনে সঠিক সময় এলেই বিয়ের সিদ্ধান্ত নিতে চান তিনি। কৃতির বয়স এখন ৩৫। এখনও কোনো বিয়ের পরিকল্পনা করেননি তিনি।

শিল্পপতি কবীর বহিয়ার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন। তবে সঠিক সময় না আসা পর্যন্ত আপাতত বিয়ে করে সংসারী হতে চান না এ বলিউড তারকা।

প্রসঙ্গত, কৃতি শ্যাননের বোন নূপুর শ্যাননও একজন মডেল এবং অভিনেত্রী। ত্রিমুখী হীরার আংটি দিয়ে গায়ক স্টেবিন তাকে বিয়ের প্রস্তাব দেন। তাই দেরি না করে বিয়ের জন্য রাজি হন নূপুর।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ