
দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার লিগ টেবিলে ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান আট পয়েন্টে বাড়াতে পারল না আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে লিভারপুলের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বর্তমান এক নম্বর দল। ২০১৫ সালের আগস্টের পর লিগে এটাই দুই দলের প্রথম গোলশূন্য ড্র। এর আগে শেষ ২০ লিগ ম্যাচে দুই দলের মুখোমুখি লড়াইয়ে হয়েছিল ৭৯ গোল!
এদিন লিগে শীর্ষ চার দলের প্রত্যেকেই পয়েন্ট হারিয়েছে। শুরুর ম্যাচে ব্রাইটনের বিপক্ষে সিটি ১-১ গোলের ড্রয়ে ব্রাইটনের বিপক্ষে হোঁচট খেয়েছে। ৪৩ পয়েন্ট পাওয়া পেপ গার্দিওলাকে ৮ পয়েন্টে পেছনে ফেরার সুযোগ ছিল আর্সেনালের। কিন্তু পারেনি। প্রথমার্ধে দারুণ সব সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। কনর ব্রাডলি গোলপোস্টে আঘাত করেন। এই ড্রয়ে আর্সেনাল সিটির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে এবং লিভারপুল ১৪ পয়েন্ট পেছনে। টেবিলের তিনে থাকা অ্যাস্টন ভিলাও হোঁচট খেয়েছে ক্রিস্টাল প্যালেসের মাঠে গোলশূন্য ড্র করে। ম্যানসিটির সমামন ৪৩ পয়েন্ট নিয়ে তিনে তারা।
এদিকে ম্যানইউ রুবেন আমোরিম পরবর্তী অধ্যায়েও হতাশ করেছে। অন্তর্বর্তীকালীন কোচ ড্যারেন ফ্লেচারের অধীনে তারা বার্নলির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। টেবিলের নিচের দিকে থাকা দলের বিপক্ষে পিছিয়ে পড়েও এক ঘণ্টার মাথায় লিড নেয় তারা, কিন্তু ৬৬ মিনিটে সমতা ফেরায় দ্বিতীয় বিভাগ থেকে উন্নীতি দল। প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট চেলসি ২-১ গোলে ফুলহ্যামের কাছে হেরেছে। ২২ মিনিটে কুকুরেল্লা লাল কার্ড দেখলে বাকি সময় ১০ জন নিয়ে খেলেছে ব্লুরা। এই হারে পাঁচে ওঠার সুযোগ হারাল চেলসি। ৩১ পয়েন্ট নিয়ে তারা সপ্তম স্থানে থাকা ম্যানইউর পরে অবস্থান করছে।


















