আজ : শুক্রবার ║ ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে রজব, ১৪৪৭ হিজরি

ম্যানচেস্টারের দুই ক্লাবের পয়েন্ট হারানোর দিনে হেরেছে চেলসি ও টটেনহ্যাম

দেশচিন্তা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে একইদিনে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টারের দুই জায়ান্ট। ইতিহাদ স্টেডিয়ামে এসে ম্যানচেস্টার সিটির সঙ্গে ড্র করেছে ব্রাইটন। অন্যদিকে বার্নলির মাঠে গিয়ে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। একই রাতে হেরেছে লন্ডনের দুই ক্লাব টটেনহ্যাম হটস্পার ও চেলসি।

ম্যানসিটি-ব্রাইটন:
বুধবার (৭ জানুয়ারি) ইতিহাদ স্টেডিয়ামে স্বাগতিক ম্যানচেস্টার সিটিকে ১-১ গোলে রুখে দিয়েছে সফরকারী ব্রাইটন। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে সিটিজেনদের এগিয়ে দেন আর্লিং হলান্ড। দ্বিতীয়ার্ধে সফরকারীদের সমতায় ফেরান কাউরো মিতোমা।

এটি প্রিমিয়ার লিগে সিটির টানা তৃতীয় ড্র। আগের দুই ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে গোলশূন্য এবং চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল পেপ গার্দিওলার শিষ্যরা।

এই ড্রয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান আরও বাড়ল সিটির। ২১ ম্যাচে ১৩ জয় ও ৪ ড্রয়ে সিটির সংগ্রহ ৪৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা আর্সেনালের সংগ্রহ ৪৮ পয়েন্ট। আজ (৮ জানুয়ারি) রাতে লিভারপুলকে হারাতে পারলে ব্যবধান আরও বাড়াতে পারবে মিকেল আর্তেতার দল।

সিটি এদিন বলের দখল এবং আক্রমণে ব্রাইটনের চেয়ে অনেক এগিয়ে ছিল। ২০টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পেরেছে গার্দওলার শিষ্যরা। অন্যদিকে ফাবিয়ান হারজেলারের শিষ্যরা মোটে ৭টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে।

ম্যাচের ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন হলান্ড। এবারের লিগে এটি এই নরওয়েজিয়ানের ১৯তম গোল। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ব্রাইটনকে সমতায় ফেরান মিতোমা। ম্যাচের বাকি সময় জয়সূচক গোলের সন্ধান করলেও সফলতা পায়নি সিটি। ম্যাচের শেষদিকে সহজ সুযোগ পেয়েও মিস করেন হলান্ড, যার খেসারত তার দল দিয়েছে পয়েন্ট খুইয়ে।

ম্যানচেস্টার ইউনাইটেড-বার্নলি:
হ্যাটট্রিক ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেডও। আগের ম্যাচে লিডসের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর চাকরি হারিয়েছেন ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম। তার আগের ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষেও একই ব্যবধানে ড্র করে তারা।

এদিন অতর্বর্তীকালীন কোচ ড্যারেন ফ্লেচারের অধীনে খেলতে নেমে গোল একটা বেশি করলেও ম্যাচের ফল বদলাতে পারেনি তারা। আইডেন হ্যাভেনের আত্মঘাতী গোলে প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল সফরকারীরা। তবে দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন বেনিয়ামিন সিসকো। কিন্তু জেইডন অ্যান্থনি গোল করে বার্নলিকে ১টি পয়েন্ট এনে দেন।

২-২ গোলে এই ড্রয়ের পর ২১ ম্যাচে ৮টি করে জয় ও ড্রয়ে ইউনাইটেড ৩২ পয়েন্ট নিয়ে সাতে নেমে গেছে। অন্যদিকে বার্নলি সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে।

চেলসি-ফুলহ্যাম:
ম্যানচেস্টারের দুই দল অন্তত ড্র করতে পারলেও চেলসি হেরে গেছে লন্ডনের আরেক ক্লাব ফুলহ্যামের কাছে। এনজো মারেস্কা দলের দায়িত্ব ছেড়ে দেয়ার পর এদিন ক্রাভেন কটেজে গিয়ে ২-১ গোলে হেরে এসেছে ব্লুরা।

এদিন ম্যাচের ২২ মিনিটে লাল কার্ড দেখেন মার্ক কুকুরেয়া। ১০ জনের দলে পরিণত হওয়ার পরও লড়াই চালিয়ে গেলেও হার ঠেকাতে পারেনি সফরকারীরা।

বলের দখলে এগিয়ে থাকা ফুলহ্যাম ১৫ শটের ৬টি লক্ষ্যে রাখতে পেরেছে। চেলসিরও ১৩ শটের ৬টি লক্ষ্যে ছিল। তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধ শুরুর ১০ মিনিটের মাথায় ফুলহ্যামকে লিড এনে দেন মেক্সিকান ফরোয়ার্ড রাউল হিমিনেজ। কিন্তু ৭২ মিনিটে লিয়াম ডেলপের গোলে সমতায় ফেরে চেলসি।

৮১ মিনিটে ফুলহ্যামের জয়সূচক গোল করেন হ্যারি উইলসন।

এই হারে ২১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আটে নেমে গেছে চেলসি। সমান ম্যাচে সমান পয়েন্ট ফুলহ্যামেরও, কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ৯ নম্বরে তারা।

টটেনহ্যাম হটস্পার-বোর্নমাউথ:
হেরেছে নর্থ লন্ডনের ক্লাব টটেনহ্যাম হটস্পারও। ভাইটালিটি স্টেডিয়ামে গিয়ে বোর্নমাউথের কাছে ৩-২ গোলে হেরেছে থমাস ফ্রাঙ্কের দল।

ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার অপেক্ষায় থাকা সেমেনিয়োর গোলে টটেনহ্যামকে হারিয়েছে বোর্নমাউথ। ছবি: পিএ

পঞ্চম মিনিটে মাতিয়াস তেলের গোলে এগিয়ে গিয়েছিল সফরকারীরা। ২২ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইভানিলসন। ৩৬ মিনিটে ব্যবধান বাড়ান বোর্নমাউথের ফরাসি ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রুপি।

দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে টটেনহ্যামকে সমতায় ফেরান জোয়াও পালিনিয়া। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে স্বাগতিকদের পূর্ণ ৩ পয়েন্ট এনে দেন আন্তইনে সেমেনিয়ো।

২১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে টটেনহ্যাম। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই বোর্নমাউথ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ