
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তথ্য নির্দেশিকা (ডায়েরি) ২০২৬ এর মোড়ক উন্মোচন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। আজ সোমবার (৫ জানুয়ারি ২০২৬) দুপুর ২টায় উপাচার্য দপ্তরে এ মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) ও চবি ২০২৬ সালের তথ্য নির্দেশিকা মুদ্রণ কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, কমিটির সদস্য ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, কমিটির সদস্য ও চবি প্রেসের প্রশাসক প্রফেসর ড. মুহাম্মদ এনামুল হক মুজাদ্দেদী, চবি হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) জনাব মো. আমিরুল ইসলাম, কমিটির সদস্য ও চবি প্রেসের টেকনিক্যাল অফিসার জনাব মোঃ রমিজ উদ্দিন ও কমিটির সদস্য-সচিব ও চবি প্রেসের সহকারী রেজিস্ট্রার জনাব দেলোয়ার হোছাইন ও চবি উপাচার্য দপ্তরের সহকারী রেজিস্ট্রার জনাব মুহাম্মদ রিয়াজুল হারুন উপস্থিত ছিলেন।
চবি উপাচার্য নতুন বছরের একটি চমৎকার তথ্য নির্দেশিকা প্রকাশ করায় এর মুদ্রণ কমিটির আহ্বায়কসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।









