দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তথ্য নির্দেশিকা (ডায়েরি) ২০২৬ এর মোড়ক উন্মোচন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। আজ সোমবার (৫ জানুয়ারি ২০২৬) দুপুর ২টায় উপাচার্য দপ্তরে এ মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) ও চবি ২০২৬ সালের তথ্য নির্দেশিকা মুদ্রণ কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, কমিটির সদস্য ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, কমিটির সদস্য ও চবি প্রেসের প্রশাসক প্রফেসর ড. মুহাম্মদ এনামুল হক মুজাদ্দেদী, চবি হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) জনাব মো. আমিরুল ইসলাম, কমিটির সদস্য ও চবি প্রেসের টেকনিক্যাল অফিসার জনাব মোঃ রমিজ উদ্দিন ও কমিটির সদস্য-সচিব ও চবি প্রেসের সহকারী রেজিস্ট্রার জনাব দেলোয়ার হোছাইন ও চবি উপাচার্য দপ্তরের সহকারী রেজিস্ট্রার জনাব মুহাম্মদ রিয়াজুল হারুন উপস্থিত ছিলেন।
চবি উপাচার্য নতুন বছরের একটি চমৎকার তথ্য নির্দেশিকা প্রকাশ করায় এর মুদ্রণ কমিটির আহ্বায়কসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.