আজ : বৃহস্পতিবার ║ ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই রজব, ১৪৪৭ হিজরি

মানবিক দায়িত্ব থেকেই শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন- মোহাম্মদ নজরুল ইসলাম

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরীর ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডে প্রজন্ম ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার (সন্ধ্যা ৭ টায়) শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতের উপহার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শীতকালে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজন্ম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও পরিবেশবিদ মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ কে এম ফজলুল হক, ডায়মন্ড গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল হক এবং রাজনীতিবিদ আহমদ খালেদুল আনোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, শীত মৌসুমে সমাজের দরিদ্র ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টের মধ্যে দিন কাটায়। তাদের পাশে দাঁড়ানো কেবল একটি দাতব্য কাজ নয়, বরং এটি আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। তিনি বলেন, প্রজন্ম ফাউন্ডেশন শুরু থেকেই মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। তিনি সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এ ধরনের উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজন্ম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ তাওসিফ সুলতান রাফি
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ আবদুল হান্নান, মোঃ সাদুর রশিদ চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।

অনুষ্ঠান শেষে এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতের উপহার বিতরণ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ