দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরীর ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডে প্রজন্ম ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার (সন্ধ্যা ৭ টায়) শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতের উপহার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শীতকালে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজন্ম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও পরিবেশবিদ মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ কে এম ফজলুল হক, ডায়মন্ড গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল হক এবং রাজনীতিবিদ আহমদ খালেদুল আনোয়ার।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, শীত মৌসুমে সমাজের দরিদ্র ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টের মধ্যে দিন কাটায়। তাদের পাশে দাঁড়ানো কেবল একটি দাতব্য কাজ নয়, বরং এটি আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। তিনি বলেন, প্রজন্ম ফাউন্ডেশন শুরু থেকেই মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। তিনি সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এ ধরনের উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজন্ম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ তাওসিফ সুলতান রাফি
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ আবদুল হান্নান, মোঃ সাদুর রশিদ চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।
অনুষ্ঠান শেষে এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতের উপহার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.