আজ : সোমবার ║ ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই রজব, ১৪৪৭ হিজরি

গ্লোব সকার অ্যাওয়ার্ডে কে কী পেলেন

দেশচিন্তা ডেস্ক: উসমান ডেম্বেলেকে হারানোর মতো কি কেউ ছিল? ছিল না। পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ জিতিয়ে ব্যালন ডি’অর জিতেছেন, ফিফা দ্য বেস্টের পুরস্কারটাও গেছে তার ঝুলিতে। এবার প্রত্যাশিতভাবে গ্লোব সকার অ্যাওয়ার্ডেও পেলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।

ব্যালন ডি’অর দেওয়া হয় এক মৌসুমের পারফরম্যান্স বিবেচনা করে। ফিফা দ্য বেস্টেও তাই। গ্লোব সকারে বিবেচনা করা হয় এক বছরের পারফরম্যান্স। সে হিসাবে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা ডেম্বেলে ২০২৫ সালে করেছেন ৩৩ গোল ও ১৫ অ্যাসিস্ট। গত বছর পুরস্কারটি গেছিল ভিনিসিউস জুনিয়রের শোকেসে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এই পুরস্কারটির জন্য প্রথমে মনোনীতদের একটি সেট থেকে জনসাধারণের ভোটে চূড়ান্ত প্রতিযোগীদের নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্যায়ে জনসাধারণের ভোট ও সাংবাদিক, এজেন্ট, কোচ এবং সাবেক খেলোয়াড়দের মতো ফুটবল পেশাদারদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ডের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

গ্লোব সকার বেশ কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার দিয়ে থাকে। এবার মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড় হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেরা উদীয়মান খেলোয়াড় পিএসজির দেজিরে দুয়ে, সেরা কোচ লুইস এনরিকে, সেরা ক্লাব পিএসজি।

বার্সেলোনা ও বার্সেলোনা সংশ্লিষ্টরা এবার ৪টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। আইতানা বোনমাতি হয়েছেন সেরা নারী খেলোয়াড়, বার্সেলোনা হয়েছে সেরা নারী ফুটবল দল, লামিন ইয়ামাল জিতেছেন সেরা ফরোয়ার্ড ও ম্যারাডোনা পুরস্কার।

আর কে কী পেলেন-
গ্লোব স্পোর্টস অ্যাওয়ার্ড: নোভাক জোকোভিচ
সেরা মিডফিল্ডার: ভিতিনহা
সেরা ডিরেক্টর: লুইস ক্যাম্পোস (পিএসজি)
সেরা এজেন্ট: জর্জ মেন্ডেস
সেরা প্রেসিডেন্ট: নাসের আল খেলাইফি
সেরা কন্টেন্ট নির্মাতা: বিলাল হাদ্দাদ
সেরা অ্যাকাডেমি: রাইট টু ড্রিম অ্যাকাডেমি (ঘানা)
সেরা কামব্যাক: পল পগবা
সেরা জাতীয় দল: পর্তুগাল
সেরা স্পোর্টস ব্রান্ডিং: লস অ্যাঞ্জেলস এফসি
সেরা মানসিক কোচ: নিকোলেট্টা রোমানাজি
প্লেয়ার ক্যারিয়ার অ্যাওয়ার্ড: হিদেতোশি নাকাতা ও আন্দ্রেস ইনিয়েস্তা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ