আজ : রবিবার ║ ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই রজব, ১৪৪৭ হিজরি

চেলসিকে হারিয়ে নিজেদের রেকর্ড স্পর্শ করল ভিলা

দেশচিন্তা ডেস্ক: স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার (২৭ ডিসেম্বর) প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর লড়াইয়ে চেলসির বিপক্ষে ২-১ গোলে জয়ে পেয়েছে উনাই এমরির অ্যাস্টন ভিলা। প্রিমিয়ার লিগে টানা আটটিসহ সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জিতল ভিলা, স্পর্শ করল ১১১ বছর আগের নিজেদেরই রেকর্ড।

১৮৯৭ সালে প্রথমবার টানা ১১ ম্যাচ জিতেছিল অ্যাস্টন ভিলা। পরে ১৯১৪ সালে সেই রেকর্ড ছুঁয়েছিল দলটি। আর ২০২৫ সালে এসে আবারও একটি রেকর্ড গড়ল এমরির দল।

প্রথমার্ধের পুরোটা সময় আধিপত্য দেখিয়েছে চেলসি। ৩৭তম মিনিটে জেমসের কর্নার থেকে হেডে গোল করে চেলসিকে এগিয়ে দেন জোয়াও পেদ্রো। তবে দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়ায় ভিলা।

বুন্দিয়ার বদলি হিসেবে নেমে জোড়া গোল করে ভিলাকে জয় এনে দেন অলি ওয়াটকিংস। তার প্রথম গোলটি আসে ৬৩তম মিনিটে। আর ৮৪ মিনিটে দ্বিতীয় গোল করে দলকে দারুণ এক জয় এনে দেন ইংলিশ এই স্ট্রাইকার।

এই জয়ে শিরোপার দৌড়ে ভালোভাবেই লড়াই করে যাচ্ছে ভিলা। ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে তারা। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে চেলসি।

এদিকে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও লিভারপুল। তিন দলই তাদের প্রতিপক্ষকে ২-১ ব্যবধানে হারিয়েছে। নটিংহ্যাম ফরেস্টের মাঠে জয় পেয়েছে সিটি। ঘরের মাঠে ব্রাইটনকে হারিয়েছে আর্তেতার আর্সেনাল এবং ওলভসকে ঘরের মাঠে হারিয়েছে লিভারপুল। অলরেডদের জার্সি গায়ে প্রথম গোলের দেখা পেয়েছেন জার্মান তারকা ফ্লোরিয়ান ভির্টৎস।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ