আজ : বুধবার ║ ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৪ঠা রজব, ১৪৪৭ হিজরি

শহীদ শরীফ উসমান হাদির কবর জিয়ারত করেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম

দেশচিন্তা ডেস্ক: আজ বুধবার সকালে় শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ’র কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও এস এম লুৎফর রহমান, ডাকসুর জিএস এস এম ফরহাদ প্রমুখ।

কবর জিয়ারত শেষে তিনি শহিদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের আদর্শ অনুসরণ করে দ্বীনের পথে কাজ করে যাওয়াই হবে শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ, দুর্নীতি ও দারিদ্র্যমুক্ত ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করেই শহীদ উসমান হাদি হত্যার বদলা নেয়া হবে ইনশাআল্লাহ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ