আজ : মঙ্গলবার ║ ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৩রা রজব, ১৪৪৭ হিজরি

মসজিদে নববীর ২৫ বছরের মুয়াজ্জিন শায়খ ফয়সাল নোমানের ইন্তেকাল

দেশচিন্তা ডেস্ক: মসজিদে নববীর প্রবীণ মুয়াজ্জিন শায়খ ফয়সাল বিন আবদুল মালিক নোমান মঙ্গলবার ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছে মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি।

ইন্তেকালের পর মসজিদে নববীতেই তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করা হয়।

দীর্ঘ কর্মজীবনে শায়খ ফয়সাল বিন আবদুল মালিক নোমান মসজিদে নববীর একাধিক সম্প্রসারণ কাজের সাক্ষী ছিলেন। প্রতি বছর রমজান মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারাবিহ ও কিয়ামুল লাইল পড়তে মসজিদে নববীতে সমাবেত হন লাখো মুসল্লি। লাখ লাখ মুসল্লিদের নিয়ে অনুষ্ঠিত ঐতিহাসিক জামাতে আজানের দায়িত্ব পালন করেছেন তিনি।

২০০১ সালে হিজরি ১৪২২ সন, মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিয়োগ পান শায়খ ফয়সাল বিন আবদুল মালিক নোমান। তার পরিবার কয়েক প্রজন্ম ধরে মসজিদে নববীতে আজান দেওয়ার সম্মান লাভ করেছে।

তার দাদা ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। তার পিতাও মাত্র চৌদ্দ বছর বয়সে এই দায়িত্বে নিযুক্ত হন এবং নব্বই বছরের বেশি বয়স পর্যন্ত দশকের পর দশক নিষ্ঠার সঙ্গে আজান দিয়ে গেছেন।

শায়খ ফয়সাল বিন আবদুল মালিক নোমান ২০০১ থেকে ২০২৫ (১৪২২ থেকে ১৪৪৭ হিজরি ) পর্যন্ত টানা ২৫ বছর ধরে আন্তরিকতা ও বিনয়ের সঙ্গে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ