আজ : রবিবার ║ ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১লা রজব, ১৪৪৭ হিজরি

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন আরো চারজন।

রবিবার (২১ ডিসেম্বর) জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই বোরহান উদ্দিন এ তথ্য জানান।

জানা যায়, রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার সুফিয়ারোড এলাকায় রাস্তা পার হতে গিয়ে ইম্পেরিয়াল এক্সপ্রেস বাসের ধাক্কায় আফিয়া (৭০) নামে এক বৃদ্ধা নিহত হন।

এখন পর্যন্ত তার পরিবারের সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মস্তাননগর হাসপাতালে বহির্বিভাগে ডাক্তার দেখিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় আক্রান্ত হন।

প্রত্যক্ষদর্শী নুর উদ্দিন জানান, বয়স্ক মানুষ গাড়ি খেয়াল না করে রাস্তা পার হচ্ছিলেন।

দ্রুতগতির একটি বাস হার্ডব্রেক করলেও নিয়ন্ত্রণ করতে পারেননি। বাসের ধাক্কায় রাস্তার পাশে পড়ে যান তিনি। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে রবিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার বারইয়ারহাট ইউটার্ন এলাকায় চতুর্মুখী সড়ক দুর্ঘটনায় কামাল উদ্দিন নামের একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ সময় আহত হয়েছেন আরো চারজন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল, পিকআপ ও ট্রাকসহ চারটি গাড়ি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ফাঁড়ির এসআই বোরহান উদ্দিন বলেন, ‘বারইয়ারহাটে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সুফিয়ারোড এলাকায় রাস্তা পার হতে যেয়ে বৃদ্ধা নিহত হয়েছে খবর পেয়েছি৷ হাসপাতালে পুলিশের টিম যাচ্ছে।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ