
দেশচিন্তা ডেস্ক: শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ক্রমবর্ধমান ভূমিকা এবং আধুনিক শিক্ষাব্যবস্থায় প্রযুক্তির কার্যকর ব্যবহার নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ কর্মশালা। ‘এআই অ্যান্ড দ্য ফিউচার অব এডুকেশন—লার্ন থ্রু গুগল ফর এডুকেশন টেকনোলজিস’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট (বেরি) এবং ইউটিএস কলেজ বাংলাদেশ। উল্লেখ্য, প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বর্তমানে ইউটিএস কলেজ বাংলাদেশ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে যৌথ প্রোগ্রাম চালু রয়েছে।
২০ ডিসেম্বর ২০২৫, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চট্টগ্রাম ক্লাব লিমিটেডের ফ্যামিলি ডাইনিং হলে আয়োজিত এই কর্মশালাটি পরিচালনা করেন বেরি ও ইউটিএস কলেজ বাংলাদেশ-এর ফাউন্ডার এবং আরএমআইটি ইউনিভার্সিটি (অস্ট্রেলিয়া)-এর শিক্ষক ড. আরিফ জোবায়ের। কর্মশালায় তিনি শিক্ষাক্ষেত্রে গুগল ফর এডুকেশন প্রযুক্তির ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা এবং ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থায় শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবর্তিত ভূমিকা নিয়ে বিস্তারিত ও বিশ্লেষণধর্মী আলোচনা করেন।
কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষা সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কর্মশালাটিকে অত্যন্ত তথ্যবহুল, সময়োপযোগী ও বাস্তবভিত্তিক বলে মন্তব্য করেন।
কর্মশালা শেষে বক্তব্য রাখেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। প্রযুক্তিকে ভয় না পেয়ে কীভাবে তা শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকরভাবে ব্যবহার করা যায়—সে বিষয়ে শিক্ষকদের প্রস্তুত হতে হবে। এ ধরনের কর্মশালা শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, ইউটিএস কলেজ বাংলাদেশ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মধ্যে চালু থাকা যৌথ প্রোগ্রাম আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিতকরণে একটি কার্যকর উদ্যোগ হিসেবে কাজ করছে। ভবিষ্যতে এ ধরনের যৌথ আয়োজন ও একাডেমিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন প্রফেসর এম. মঈনুল হক, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর জনাব সাদাত জামান খান, আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) জনাব গাজী শাহাদাত হোসেন, সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন ও প্রিমিয়ার ইউনিভার্সিটি-ইউটিএস কলেজ বাংলাদেশের যৌথ প্রোগ্রামের মেইন কন্টাক্ট জনাব ফারজানা ইয়াসমিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. জহুরুল আলম, প্রফেসর ড. মোহাম্মদ খালিদ আফজাল, চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সহকারী ডিন মি. চারমেইন রড্রিগস, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং (আইআইইউসি)-এর ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক ড. মো. সারওয়ার উদ্দিন, সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জি. মো. মুজাম্মেল হক, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ফারজানা আমিন এবং ব্রিটিশ কাউন্সিলের টেকনিক্যাল সাপোর্ট অফিসার জনাব আহমেদ রেজা শাহ।










