আজ : শনিবার ║ ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘নারীর ক্ষমতায়ন জাতীয় উন্নয়নের মূল চালিকা শক্তি’

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম ৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নারীদের জন্য অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালু করেছিলেন। পাশাপাশি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় গঠনসহ নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন। শহীদ জিয়াউর রহমান নারীর রাজনৈতিক অংশগ্রহণে নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। তিনি ১৯৭৯ সালে জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ৩০ এ উন্নীত করে নারীদের জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত করেছিলেন। তিনি ১৯৭৬ সালে ইউনিয়ন পরিষদে নারীদের জন্য সংরক্ষিত আসন চালু করেন। এর ফলে নারীরা সরাসরি স্থানীয় প্রশাসন ও উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পান। এই সংস্কার নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ইতিহাসে একটি মাইলফলক। তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি এক দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি। নারীর ক্ষমতায়ন জাতীয় উন্নয়নের মূল চালিকা শক্তি।

তিনি শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর মোমিন রোড় ঝাউতলা এলাকায় ২১নং জামাল খান ওয়ার্ড মহিলাদলের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট একটি পবিত্র আমানত। এই একটি ভোটই নির্ধারণ করবে আগামী পাঁচ বছর দেশ কীভাবে পরিচালিত হবে। তাই সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে হবে এবং অন্যদেরও ধানের শীষ প্রতীকে ভোট দিতে উৎসাহিত করতে হবে। আসন্ন নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি সরকার গঠন করবে, ইনশাআল্লাহ।

চট্টগ্রাম মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, ২১নং জামালখান ওয়ার্ড বিএনপির আহবায়ক তৌহিদুস সালাম নিশাত, সদস্য সচিব দিদারুল ইসলাম। বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা এম এ হামিদ, নকীব উদ্দিন ভূঁইয়া, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোতালেব, কোতোয়ালী থানা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদা বেগম, সাংগঠনিক সম্পাদক লাইলি মির্জা, ওয়ার্ড মহিলা দলের সাবেক সভাপতি মর্জিনা মির্জা, সাবেক সাধারণ সম্পাদক নুরজাহান বেগম, সাবেক সহ-সভাপতি জাহেদা বেগম প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ