
দেশচিন্তা ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা, ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র এবং এক অকুতোভয় দেশপ্রেমিক শহীদ শরীফ ওসমান হাদি এর মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।
মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় এক শোক বার্তায় এ শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। এ শহীদের মৃত্যুশোক যাতে শোকাহত পরিবার-পরিজন ধৈর্য সহকারে কাটিয়ে উঠতে সক্ষম হন, সেজন্য তাঁরা মহান আল্লাহর নিকট দোয়া করেছেন।
শোকবার্তায় বলা হয়, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শরীফ ওসমান হাদির অসামান্য অবদান এবং সাহসিকতা জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি ছিলেন সত্য-ন্যায়ের সপক্ষে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর মতো তরুণ বিপ্লবী জনপ্রিয় নেতার চলে যাওয়া দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অঙ্গণে এক অপূরণীয় ক্ষতি সৃষ্টি করেছে। তাঁর সাহসী ভূমিকা এবং স্বৈরাচারের বিরুদ্ধে সব সময় বলিষ্ঠ কণ্ঠস্বর তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা দোয়া করি মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারসহ পুরো দেশবাসীকে এই শোক সইবার শক্তি দান করুন।









