আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আহমদুল হক স্মৃতি সংসদের পবিত্র কোরআন শরীফ বিতরণ

সাতকানিয়া প্রতিনিধি:

বাংলাদেশ চেয়ারম্যান সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাতকানিয়া চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি, এওচিয়া ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান শহীদ আলহাজ্ব আহমদুল হক চৌধুরী, যুবনেতা মিনহাজ ও খাগরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের ১৫তম শাহাদাৎ বার্ষিকী সমাপনী দিবস উপলক্ষে শহীদ আলহাজ্ব আহমদুল হক চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র কোরআন শরীফ বিরতণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। মাস্টার শফিক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হানিফ, পশ্চিম গাটিয়াডেঙ্গা দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা হারুন-অর-রশিদ, সিনিয়র মাওলানা আবদুস সালাম, মাওলানা মর্তুজা আলী, মাওলানা নিজাম উদ্দিন, হাফেজ ইসমাইল, মাওলানা আবদুল মান্নান, আবদুর রহিম, ইকবাল, মোহাম্মদ জাকারিয়া, মোহাম্মদ জমির উদ্দিন, মোহাম্মদ আবছার, মোহাম্মদ ওবাইদুল্লাহ, মোহাম্মদ আরিফ প্রমূখ। ৩০ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় অনুষ্ঠিত সংগঠনের সভাপতি ওমর ফারুকের সঞ্চালনায় সংক্ষিপ্ত দোয়া মাহফিলে বক্তারা বলেন, সবসময় এলাকার গরীব-দুঃখী মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে গেছেন এবং শিক্ষা কেত্রেও বিশেষ ভাবে অবদান রাখেন। তাঁর অকাল মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি সাধিত হয়। দোয়া মাহফিল শেষে শহীদ আহমদুল হক চৌধুরীর মাগফেরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুস সালাম। উল্লেখ্য যে, ২০০৫ সালে প্রতিষ্ঠালাভের পর থেকে এই সংগঠন বিভিন্ন সমাজসেবায় কাজ করে যাচ্ছেন। যার মধ্যে বিনামূল্যে খৎনা ক্যাম্প, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান, ঈদবস্ত্র বিতরণ, ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক মাহফিল, গরীব মেধাবী শিার্থীদের বৃত্তি প্রদান, বিভিন্ন প্রতিষ্ঠানে পবিত্র কোরআন শরীফ বিতরণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ