আজ : শুক্রবার ║ ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই শাবান, ১৪৪৭ হিজরি

তরুণদের নিয়েই হবে এবারের ভোট: সিইসি

দেশচিন্তা ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, তরুণরা নিজেরা ভোট দেবেন, অন্যদের ভোটদানে উৎসাহ দেবেন। কারণ তরুণরা সাহসের প্রতীক, সৃষ্টির প্রতীক। বলেন, আপনাদের ছাড়া দেশ গড়া সম্ভব নয়, আগামী নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং স্বচ্ছ। তরুণদের নিয়েই হবে এবারের ভোট।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইউথ ভোটার অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, তরুণরা ৬৯, ৭০, ৭১, ৯০ ও ২৪ এ দেখিয়েছে। তরুণরা সাহস ও সৃষ্টির প্রতীক। তরুণদের সৃষ্টিশীলতা এবং জ্ঞানভিত্তিক ধারনা এবং যে শক্তি আছে এটা ছাড়া দেশ গড়া সম্ভব নয়। আগামী নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং স্বচ্ছ নির্বাচন। তরুণদের নিয়েই হবে এবারের ভোট।

এ অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, এই নির্বাচন হবে একটা ঐতিহাসিক নির্বাচন। কেন ঐতিহাসিক? পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটের আওতায় এনেছি আমরা, যা গত ৫৪ বছরে হয়নি। আবার যারা নির্বাচনের কাজের সাথে জড়িত থাকতেন তারা ভোট দিতে পারতেন না, তারা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। কারাবন্দি এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীরাও এবার ভোট দিতে পারবেন। এর সাথে গণভোটেরও আয়োজন করতে হচ্ছে। আশা করি, এর সাথে তরুণরা থাকে, তাহলে আমরা আরও এগিয়ে যাবো। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কোন শঙ্কা নেই। নির্বাচন হবে ইনশাল্লাহ। সবাইকে সাথে নিয়েই নির্বাচন হবে। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন পর্যন্ত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রস্তুতি রয়েছে, নির্বাচন সঠিক সময়ে সঠিকভাবেই হবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর গুলির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচনের সময় দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে- এ কথা জানিয়ে সিইসি বলেন,
আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। বলেন, এর আগে দেশে ভোটের সময় আহসানউল্লাহ মাস্টার ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াও খুন। ভোটের সময় দুই একটা খুন খারাবি হতেই পারে। এসব নতুন কোনো ঘটনা নয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ