আজ : মঙ্গলবার ║ ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রিমিয়ার ইউনিভার্সিটির বিবিএ ৪৪তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট সম্পন্ন

দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ ৪৪তম ব্যাচের শিক্ষার্থীরা (৭ম সেমিস্টার, ফিন্যান্স ডিসিপ্লিন) সম্প্রতি আরএসবি ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড-এ একটি ফলপ্রসূ ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে অংশগ্রহণ করে। শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব শিল্পপরিবেশের সঙ্গে যুক্ত করা এবং আধুনিক উৎপাদন ব্যবস্থার প্রত্যক্ষ ধারণা অর্জনের লক্ষ্যে এ ভ্রমণের আয়োজন করা হয়।
শিক্ষার্থীরা উৎপাদন ইউনিটের কাটিং, সেলাই, প্রিন্টিং, ফিনিশিং, প্যাকেজিং, কোয়ালিটি কন্ট্রোল ল্যাব ও গুদামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ পরিদর্শন করেন। শুরু থেকে শেষ পর্যন্ত একটি আধুনিক গার্মেন্টস উৎপাদন প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়—তা তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগ পায়। এই প্রত্যক্ষ অভিজ্ঞতা শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির পাশাপাশি উৎপাদন ব্যবস্থাপনা, অপারেশনস, শিল্প-অর্থনীতি এবং ব্যবস্থাপনাগত সিদ্ধান্তের বাস্তব প্রয়োগ সম্পর্কে আরও গভীর ধারণা প্রদান করে।
পরিদর্শনকারী দলকে আন্তরিকভাবে স্বাগত জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন শেখর দাস এবং ফ্যাক্টরি চিফ জনাব মৌমিতা দাস। তাঁদের উষ্ণ আতিথেয়তা ভ্রমণটিকে আরও উপভোগ্য ও ফলদায়ক করে তোলে।
শিক্ষার্থীদের পরিদর্শন কার্যক্রমে দিকনির্দেশনা দেন আরএসবি ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড-এর ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) জনাব চিনাংশু রঞ্জন নাথ, ম্যানেজার (ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং) জনাব গৌতম ধর এবং সিনিয়র এক্সিকিউটিভ (এইচআর অ্যান্ড অ্যাডমিন) জনাব তৌহিদুল ইসলাম। তাঁরা প্রযুক্তিগত ধাপসমূহ, কাজের প্রক্রিয়া, শিল্পে নিরাপত্তা ব্যবস্থা, উৎপাদন দক্ষতা ও মান নিয়ন্ত্রণ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন, যা শিক্ষার্থীদের আধুনিক শিল্প ব্যবস্থাপনা সম্পর্কে দৃষ্টিভঙ্গি সমৃদ্ধ করে।
পুরো ভ্রমণটি তত্ত্বাবধান করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক জনাব সুজন কান্তি বিশ্বাস, জনাব তাসনিম সুলতানা, ড. তাসনিম উদ্দিন চৌধুরী, সহকারী অধ্যাপক জনাব মো. তৌহিদুল ইসলাম চৌধুরী, জনাব সৈয়দ মইনুর রশিদ এবং জনাব এলা সাহা। তাঁরা শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের বাস্তব প্রয়োগ সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ব্যবসা প্রশাসন বিভাগ আরএসবি ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডকে আন্তরিক অভ্যর্থনা, সহযোগিতা এবং মূল্যবান অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বিভাগীয় শিক্ষকবৃন্দ উল্লেখ করেন যে, এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট শিক্ষার্থীদের বাস্তব ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে ধারণা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, শিল্প-শিক্ষা সম্পর্ককে আরও সুসংহত করে এবং ভবিষ্যতে তাদের পেশাগত প্রস্তুতিকে আরও দৃঢ় করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ