আজ : শনিবার ║ ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ক্ষমা চাইলেন অভিনেত্রী স্বস্তিকা

দেশচিন্তা ডেস্ক: জনপ্রিয় ভারতীয় বাংলা সিরিয়াল ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’র অভিনেত্রী স্বস্তিকা দত্ত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লাইভ সেশনে এসে দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন। ধারাবাহিকের একটি দৃশ্যে ব্ল্যাকবোর্ডে গুরুত্বপূর্ণ শব্দ ‘Knowledge’-এর বানান ভুল লেখা নিয়ে সমালোচনার ঝড় উঠলে এই পদক্ষেপ নেন তিনি।

ভাইরাল হওয়া ক্লিপটিতে দেখা যায়, শিক্ষামূলক প্রেক্ষাপটের এই ধারাবাহিকে ‘Knowledge’ বানান লিখতে গিয়ে ভুল করে ‘d’ অক্ষরটি বাদ দেওয়া হয়েছে, ফলে বানানটি হয়েছে ‘Knowlege’। শিক্ষিকার চরিত্রে থাকা স্বস্তিকার হাতেই এই ভুল হয়েছে, যা নিয়ে দর্শকরা শুরু থেকেই তীব্র ট্রোলিং শুরু করেন। অনেকে শিল্পীদের শিক্ষার মান নিয়েও প্রশ্ন তোলেন।

পরিস্থিতি সামাল দিতে অবশেষে অভিনেত্রী স্বস্তিকা দত্ত লাইভে এসে ভুল স্বীকার করেন। তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ আমার দোষ, সেই ভুল স্বীকার আমরা করে নিচ্ছি। ২১ মিনিটের পর্বের জন্য যে পরিমাণ কাজের ব্যস্ততা থাকে, তাতে এমন ছোট ভুল হয়ে যায়। তবে ভুলটা ভুলই, এর কোনো ক্ষমা হয় না।’

স্বস্তিকা জানান, তাড়াহুড়োর মধ্যে ব্ল্যাকবোর্ডে লিখতে গিয়ে তিনি ভুলটি করেছেন। তিনি হাত জোড় করে এবং কান ধরে ক্ষমা চেয়ে বলেন, ‘সকলে আমাদেরকে যতটা অশিক্ষিত ভাবছেন, আমরা ততটাও অশিক্ষিত নই।’ শিক্ষিকা বিদ্যা ব্যানার্জির উদাহরণ টেনে তিনি বলেন, ভুল করলে শাস্তি নিতে হয়, তাই তিনি ক্ষমা চাইছেন।

টিম অক্লান্ত পরিশ্রম করছে। এই ছোট ভুলের জন্য ট্রোলিং না করার জন্য তিনি দর্শকদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, মাত্র কয়েক দিনের মধ্যেই ধারাবাহিকটি টিআরপি চার্টে চ্যানেল টপার হয়েছে, যা দর্শকদের ভালোবাসার ফল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ