আজ : মঙ্গলবার ║ ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রামুতে ডিবি পরিচয়ে বসতবাড়িতে লুট!

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের রামুতে গভীর রাতে ডিবি পুলিশ পরিচয়ে বসতবাড়ি প্রবেশ করে মালামাল লুট করার ঘটনা ঘটেছে।

রোববার (৩০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেছুপালং এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাড়ির অন্য লোকজনের বরাত দিয়ে গৃহকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘আমি সোমবার (১ ডিসেম্বর) রাতে বাড়িতে ছিলাম না। রাত আড়াইটার দিকে একদল লোক নিজেদের ডিবির লোক পরিচয় দেন এবং বাড়ি দরজা খুলতে বলেন। ওই সময় বাড়ির অন্য সদস্যরা বাড়ির দরজা খুলে দিলে ৮ জনের একদল অস্ত্রধারী লোক বাড়িতে প্রবেশ করে। পরে বাড়ির সদস্যদের জিন্মি করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

গৃহকর্তা মো. মিজানুর রহমান বলেন, তাদের শরীরে ডিবি পুলিশের ব্যবহত জ্যাকেট ছিল। বাড়িতে ওইসময় ৩ জন নারী ও একজন পুরুষকে অস্ত্রের মুখে জিন্মি করে নগদ ৮০ হাজার টাকা ও ৮-৯ ভরি স্বর্ণ অলংকার নিয়ে যান। ডাকাতদল ফেরার সময় বাড়ির লোকজনকে ওয়াশ রুমে বন্দি করে সাদা মাইক্রোবাস করে ঘটনাস্থল ত্যাগ করেন।

মিজানুর রহমান আরো বলেন, ডিবির পোশাক পরিহিত সবার কাছে পিস্তল ও শটগান অস্ত্র ছিল। ৮ জনের মধ্যে বাড়ির সদস্যরা একজন শনাক্ত করতে সক্ষম হয়েছে।

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, সংগঠিত ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ