
দেশচিন্তা ডেস্ক: আর নয় দুর্নীতি, এবার হবে উন্নয়নের বাংলাদেশ। দেশ ও জাতির পরীক্ষিত সংগঠন হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাই ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন ও মানবিক একটি রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কেউ জনগণের অধিকার নিশ্চিত করতে পারেনি। গত স্বৈরশাসকের আমলে যে সকল রাজনৈতিক নেতারা ক্ষমতায় ছিল, তারা দুর্নীতি, লুটপাট ও টেন্ডারবাজিতে লিপ্ত থেকে নিজেদের আখের গোছানোর চেষ্টা করেছে। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সমর্থনে গত ১ ডিসেম্বর দিনব্যাপী সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কার্তিকের দোকান, চৌধুরী হাট, বরি সিকদার বাড়ি, বড়ুয়া পাড়া, দিঘীর পাড়া কানুর মার বাড়ি, নাপিতের চর, কুলিপুকুর পাড়, মজিদ কোম্পানির বাড়ি ও মহিলা সমাবেশেসহ নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ব্যাপক গণসংযোগ করেন।
ঢেমশা ইউনিয়ন সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও জাবের হোসাইনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম আঞ্চলিক টিম সদস্য অধ্যাপক মুহাম্মদ জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন, সমাজসেবা সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আবু তাহের, সাবেক সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি ওচমানসহ প্রমুখ।










