আজ : সোমবার ║ ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু

দেশচিন্তা ডেস্ক: সেন্টমার্টিন থেকে টেকনাফে আসার পথে স্পিডবোট দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন শিশু রয়েছে।

নিহতরা হলেন, সেন্টমার্টিনের বাসিন্দা মরিয়ম বেগম (৩৫) ও মাহিমা (৫)। টেকনাফ উপজেলা হাসপাতালের জরুরি বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে নাফ নদীর মহনা ঘোরার চর এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার (১ ডিসেম্বর) সকালে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে ৭ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট রওনা দেন। নাফ নদীর মহনায় ঘোলার চর এলাকায় আসলে বোটটি দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। সাথে বোটে থাকা যাত্রীরা পানিতে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা একটি ফিশিং বোট নিয়ে তাদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনের মৃত্যু নিশ্চিত করেন।

টেকনাফ মডেল থানার ওসি জায়েদ নুর জানান, দুই জনের মৃত্যু হয়েছে। টেকনাফ হাসপাতালে আমাদের টিম আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ