
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম ৯ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. একেএম ফজলুল হকের সমর্থনে নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
আজ শুক্রবার সকাল ৯ টায় চট্টগ্রাম চকবাজারস্থ ঐতিহাসিক প্যারেড মাঠ থেকে চট্টগ্রাম- ৯ (বাকলিয়া, কোতোয়ালি, চকবাজার ও ডবলমুরিং আংশিক) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের সমর্থনে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে।
উক্ত মোটরসাইকেল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ডা. একেএম ফজলুল হক একজন সৎ, শিক্ষিত ও সমাজমুখী ব্যক্তি। জনগণের অধিকার রক্ষায় তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমরা বিশ্বাস করি, চট্টগ্রাম-৯ আসনের জনগণ উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে তার হাতকে শক্তিশালী করবেন।”
তিনি বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন করতে আমরা অঙ্গীকারবদ্ধ। জনগণের শক্তিই আমাদের শক্তি, এবং তাদের সহযোগিতায় আমরা ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই।
আজকের এই বিশাল মোটরসাইকেল শোভযাত্রার নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম- ৯ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম ৯ আসন কমিটির পরিচালক ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফুর রহমান, কোতোয়ালি থানা আমীর আমির হোছাইন, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, বাকলিয়া থানা নায়েবে আমীর আবুল মনসুর, কোতোয়ালি থানা নায়েবে আমীর অধ্যাপক আব্দুলজ্জাহের, চাকবাজার থানা নায়েবে আমীর আব্দুল হান্নান, কোতোয়ালি সেক্রেটারি মোস্তাক আহমদ, চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, চট্টগ্রাম ৯ আসন কমিটির সদস্য সচিব তৌহিদ আজাদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আরিফুল ইসলাম, চকবাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইলিয়াস, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, চট্টগ্রাম কলেজ সভাপতি মতিউর রহমান, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, মহসিন কলেজ সভাপতি খুররাম মুরাদসহ বিভিন্ন পেশার মানুষ, সাধারণ জনগণ ও জামায়াতের সকল পর্যায়ের নেতা-কর্মীরা এই মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি চকবাজাস্থ প্যারেড মাঠ থেকে শুরু হয়ে কিউ সি পেট্রোল পাম্প, জামালখান, লালখান বাজার, টাইগারপাস, নিউমার্কেট মোড়, কোতোয়ালি মোড়, ফিরিঙ্গে বাজার, নতুন ব্রীজ, বাকলিয়া এক্সেস রোড়, চন্দনপুরা, চকবাজার, প্রবর্তক মোড়, মেহেদীবাগ হয়ে ওয়াসা জামিয়াতুল ফালাহ গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ডা. ফজলুল হকের সমর্থনে নানান স্লোগান দেন এবং নির্বাচনী ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণা চালান। আয়োজনটি এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
ডা. এ কে এম ফজলুল হক বলেন, শোভাযাত্রায় চট্টগ্রাম- ৯ আসনের সাধারণ জনগণ, বিভিন্ন পেশার মানুষ ও নেতা-কর্মীরা অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং আগামীতে নির্বাচন সফল করার লক্ষ্যে নেতা-কর্মীদের প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।









