আজ : শুক্রবার ║ ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

২৬৫ রানে থামল আয়ারল্যান্ড

দেশচিন্তা ডেস্ক: ঢাকা টেস্টের প্রথম ইনিংসে আয়ারল্যান্ড থেমেছে ২৬৫ রানে। বাংলাদেশ ৪৭৬ রানে অল আউট হওয়ার পর ব্যাট করতে নামে আইরিশরা।

শুক্রবার (২১ নভেম্বর) তারা তৃতীয় দিনের খেলা শুরু করে ৫ উইকেটে ৯৮ রান নিয়ে। গতকাল দ্বিতীয় দিনের শেষ বেলায় দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়লেও লরকান টাকারের ৭৫ ও স্টিফেন ডহেনির ৪৬ রানের ইনিংসের সুবাদে লড়াইয়ে ফেরে সফরকারীরা। শেষদিকে জর্ডান নিলও খেলেন ৪৯ রানের ইনিংসে। শেষ পর্যন্ত দলটি থামে ২৬৫ রানে। ২১১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমেছেন নাজমুল শান্তরা।

বাংলাদেশ গতকাল দ্বিতীয় দিনে অল আউট হয় ৪৭৬ রানে। এরপর ব্যাট করতে নেমে দ্রুতই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আইরিশরা। শুক্রবার (২১ নভেম্বর) তৃতীয় দিনে খেলতে নেমে দলের হাল ধরেন টাকার ও ডহেনি। এ দুজন মিলে ৮১ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন।

এদিকে দিনের খেলা শুরুর পর শুক্রবার (২১ নভেম্বর) ভূমিকম্পের কারণে ম্যাচ বন্ধ ছিল কয়েক মিনিট। খেলা আবার শুরু হলে আঘাত হানেন তাইজুল। ডহেনিকে ফিরিয়ে জুটি ভাঙেন তিনি। এরপর অ্যান্ডি ম্যাকব্রাইনও তাইজুলের বলেই বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন।

তবে টাকার শুক্রবার (২১ নভেম্বর) শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। নিলকে নিয়েও তিনি গড়েন ৭৪ রানের লড়াকু জুটি। ১ রানের জন্য ফিফটি পাননি নিল। ইবাদতের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি। তবে শেষ পর্যন্ত টাকারের ৭৫ রানের অপরাজিত ইনিংসের সুবাদেই অল আউট হওয়ার আগে আইরিশরা করতে পারে ২৬৫ রান। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নিয়েছেন তাইজুল, ২ উইকেট নিয়েছেন হাসান মুরাদ।

এদিকে ২১১ রানে এগিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১৬ রান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ