আজ : বৃহস্পতিবার ║ ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জামায়াত জান্নাতের টিকিট বেচে না, অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান: গোলাম পরওয়ার

দেশচিন্তা ডেস্ক: বিরোধীদের সমালোচনার জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত কখনও মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে না। কোরআন না বোঝার কারণেই বিরোধীরা এমন কথা বলে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে খুলনা-৫ আসনের আটরা-গিলাতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মহিলা ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, ‘মহান আল্লাহ মানুষের জীবন পরিচালনার জন্য কোরআন পাঠিয়েছেন। কোন কাজ করা উচিত এবং কোনটি পরিত্যাগ করা উচিত তার সুস্পষ্ট দিকনির্দেশনাই কোরআনে রয়েছে। আমরা মানুষের কাছে সেই বক্তব্যই তুলে ধরি। তাই এ ধরনের ভিত্তিহীন অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাই।’

একটি রাজনৈতিক দলের নাম উল্লেখ না করেই তিনি বলেন, একটি দলের মহাসচিব দাবি করেন ইসলামী শরীয়াহ আইন প্রতিষ্ঠা করবেন না এবং কোরআনে রাজনীতির কথা নেই। কো রআনের পূর্ণাঙ্গ শিক্ষা ছাড়া এ ধরনের মন্তব্য বিভ্রান্তিকর।

তিনি আরও বলেন, অনেকে ‘মদিনার ইসলাম’-এর ভুল ব্যাখ্যা ছড়াচ্ছে। ‘মদিনার ইসলাম কি দাড়ি কেটে বা গান-বাজনার ইসলাম? যারা শরীয়াহ মানে না, তারা কিভাবে মদিনার ইসলামের অনুসারী দাবি করে?’

সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি যদি একটি মার্কায় কাজ করতে পারেন, আমিও অন্য মার্কায় কাজ করার অধিকার রাখি। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বোঝান আল্লাহর আইনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।’

বিভিন্ন এলাকায় তালিম ও মাহফিল অনুষ্ঠানে বিএনপির বাধা দেয়ার অভিযোগ তুলে গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপি এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। আগে আওয়ামী লীগ যেমন জামায়াত-শিবিরকে কখনও রাজাকার, কখনো জঙ্গি ট্যাগ দিত, বিএনপিও এখন সেই ভূমিকায়। তারা মাহফিলে ও তালিম প্রোগ্রামে বাধা দেয়। এটি জামায়াতকে নয়, মূলত ইসলামকে বাধাগ্রস্ত করছে।’

তার দাবি, এ ধরনের আচরণের মাধ্যমে বিএনপি জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।

সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মো. শফিকুল ইসলাম। বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা, ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটোসহ স্থানীয় নেতারা।

দিনের শুরুতে শিরোমণির ডাকাতিয়া গ্রামে গণসংযোগ এবং রাতে সাজিয়াড়া শামসুল উলুম মাদরাসার ১০৫তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ