আজ : বৃহস্পতিবার ║ ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল জনগণের জন্য কল্যাণকর হবে: ফয়জুল করীম

দেশচিন্তা ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের আইন আগে বিদ্যমান ছিল, কিন্তু আওয়ামী লীগ জোরপূর্বকভাবে তা বাতিল করে। এখন আদালত সেই রায় পুনর্বহাল করায় জনগণ আশ্বস্ত হয়েছে এবং এটি দেশের জন্য কল্যাণকর হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নে ইসলামী আন্দোলনের আয়োজিত গণসমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে তা দলীয় সরকারের অধীনে হওয়া পূর্ববর্তী নির্বাচনগুলোর তুলনায় আরও গ্রহণযোগ্য, স্বচ্ছ ও নিরপেক্ষ হবে।

আগামী জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলো একত্রে অংশ নেয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘জোট না করলেও ইসলামের পক্ষে একটি প্রতীক নিশ্চিত করার চেষ্টা থাকবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি প্রতীক থাকবে এবং জনগণ সেটিকে সমর্থন করবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় প্রসঙ্গে ফয়জুল করিম বলেন, ‘বিচারক আইনের ভিত্তিতে রায় ঘোষণা করেছেন। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সরকারের ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন। তার প্রত্যাশা, সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে।’

গণসমাবেশে বক্তৃতাকালে তিনি বলেন, ‘নৌকা, ধানের শীষ, লাঙ্গলকে মানুষ বহুবার পরীক্ষা করেছে, কিন্তু ইসলামকে একবারও পরীক্ষা করেনি।’ তিনি একবার ইসলামকে সুযোগ দেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ইসলাম ফেল করার জন্য নয়, পাশ করার জন্য এসেছে।’

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন চর সামাইয়া ইউনিয়ন শাখার সভাপতি মুহা. ইলিয়াছ মহরী। এতে আরও উপস্থিত ছিলেন ভোলা-১ আসনের প্রার্থী মাওলানা মুহা. ওবায়েদুর রহমান, জেলার উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলামসহ স্থানীয় অন্যান্য নেতা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ