
দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতি কর্তৃক আয়োজিত ৫% ভ্যাট আরোপের দাবীতে “প্রাক বাজেট (২০১৯-২০২০) আলোচনা ও প্রস্তাবনা” বিষয়ে এক সভা আজ ০৮ এপ্রিল বেলা ১১.৩০ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাব আবদুল খালেক ইঞ্জিনিয়ার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান (সাবেক কমিশনার)। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর মাননীয় প্রেসিডেন্ট জনাব আলহাজ্ব মাহবুবুল আলম। সমিতির সাধারণ সম্পাদক জনাব আবু বকর সিদ্দিকীর সঞ্চালনায় অত্র প্রস্তাবনা বাজেটে প্রধান অতিথি বলেন চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতি কর্তৃক উপস্থাপিত ৫% ভাগ ভ্যাট নির্ধারণের দাবী যৌক্তিক এবং এনবিআর ও অর্থমন্ত্রী মহোদয় এর নিকট তিনি এই বাজেটে ননষ্টার আবাসিক হোটেল মালিক সমিতি কর্তৃক দাবীকৃত শতকরা ৫% ভাগ হারে করার দাবী জানাবেন বলে আশ্বস্থ করেন। তিনি বোর্ডারের আইডি কার্ড প্রদর্শনের ব্যাপারে পুলিশ কর্তৃপক্ষকে সময় দানের জন্য পরামর্শ দেন। কেননা এ ব্যাপারে জন সচেতনতার জন্য সময় দানের প্রয়োজন। তিনি রাত বিরাতে পুলিশী হয়রানী বন্ধ করার ব্যাপারে মাননীয় পুলিশ কমিশনারের সাথে আলোচনা করার আশ্বাস দেন। সম্ভাব্য ক্ষেত্রে আবাসিক হোটেল মালিকগণকে ব্যাংক ফ্যাসিলিটি দেওয়ার জন্য অর্থমন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনী ব্যবস্থা রাখতে পরামর্শ দেন।
অত্র সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জনাব অধ্যক্ষ মাওলানা আ.ন.ম আবদুশ শাকুর। সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম এক্সাইজ ও ভ্যাট ডেপুটি কমিশনার কাস্টম এনামুল হক, চট্টগ্রাম দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ছালামত আলী, রেঁস্তোরা মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াস, মাহফুজুল হক চৌধুরী, আবুল কদর, মোস্তাফিজুর রহমান চৌধুরী, সাংবাদিক নুরুল কবির, এড. জিয়াউর রহমান প্রমুখ।