আজ : মঙ্গলবার ║ ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টেকনাফে নারী-শিশুসহ ৮ জিম্মি উদ্ধার, আটক ৪

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী-শিশুসহ আট জিম্মিকে উদ্ধার করেছে ব্যাটালিয়ন-২ বিজিবি। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৬ জন নারী এবং দুইজন শিশু রয়েছে। একই অভিযানে চার মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি।

আটকরা হলেন— টেকনাফের সাবরাং ইউনিয়নের পানছড়ি এলাকার আফাজ উদ্দিনের মেয়ে আসমা (১৯), আব্দুল মোতালেবের মেয়ে শাবনূর (২০), মৃত আফাজ উদ্দিনের মেয়ে জহুরা (৪৩) এবং সাহারা খাতুন (৬২)। এছাড়া ওই এলাকার আব্দুল মোতালেব ওরফে কালা বদ্দা (৩০) নামের একজনকে পলাতক আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— সাবরাং ইউনিয়নের পানছড়ি এলাকায় মৃত আফাজ উদ্দিনের ছেলে আব্দুল মোতালেবের বাড়িতে মানব পাচারকারীরা বিদেশে যাওয়ার আশায় থাকা কয়েকজনকে জিম্মি করে রেখেছে। খবরের ভিত্তিতে বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে।

পরিকল্পনা অনুযায়ী, গভীর রাতে পানছড়ির সন্দেহজনক বাড়িটি ঘিরে ফেলে বিজিবি। উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের কয়েকজন অন্ধকারে পালিয়ে গেলেও ৪ জনকে আটক করা হয়। এ সময় তল্লাশিতে আট ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ