আজ : শুক্রবার ║ ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে রজব, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে ডাকাতি ও খুনের মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের রাউজান থানায় দায়ের হওয়া একটি খুনসহ ডাকাতি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. শাহাব উদ্দিনকে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি প্রায় ১৫ বছর ধরে পলাতক ছিলেন।

রোববার (১৬ নভেম্বর) রাউজান উপজেলার চিকদাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহাব উদ্দিন ওই এলাকার বাসিন্দা আব্দুল হাদীর ছেলে।

সোমবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে- ২০১০ সালের রাউজান থানার একটি খুন ও ডাকাতি মামলার আসামি শাহাব উদ্দিন নিজ এলাকায় অবস্থান করছেন। পরে রোববার র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর শাহাব উদ্দিনকে পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ