আজ : রবিবার ║ ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নানা আয়োজনে পালিত হবে ‘৬০তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস’

দেশচিন্তা ডেস্ক: নানা আয়োজনের মধ্য দিয়ে আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) পালিত হবে ‘৬০তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস’। এ উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য জনাব এস.এম. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিজ্ঞান অনুষদের ডিন ও ৬০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। এদিন সকাল ১০টায় চবি স্মরণ চত্বরে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রা শুরু হবে। আনন্দ শোভাযাত্রাটি স্মরণ চত্বর-কাটা পাহাড়-কেন্দ্রীয় গ্রন্থাগার-জারুল তলা-কলা ও মানববিদ্যা অনুষদ (পুরাতন) হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হবে। সকাল ১০:৩০টায় চবি প্রশাসনিক ভবন সম্মুখে কেক কাটা, বেলা ১১.১৫টা থেকে চবি সমাজবিজ্ঞান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও স্মৃতিচারণ এবং বিকাল ৩টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষের উদ্যোগে আয়োজিত বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ