
দেশচিন্তা ডেস্ক: নানা আয়োজনের মধ্য দিয়ে আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) পালিত হবে ‘৬০তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস’। এ উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য জনাব এস.এম. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিজ্ঞান অনুষদের ডিন ও ৬০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। এদিন সকাল ১০টায় চবি স্মরণ চত্বরে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রা শুরু হবে।
আনন্দ শোভাযাত্রাটি স্মরণ চত্বর-কাটা পাহাড়-কেন্দ্রীয় গ্রন্থাগার-জারুল তলা-কলা ও মানববিদ্যা অনুষদ (পুরাতন) হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হবে। সকাল ১০:৩০টায় চবি প্রশাসনিক ভবন সম্মুখে কেক কাটা, বেলা ১১.১৫টা থেকে চবি সমাজবিজ্ঞান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও স্মৃতিচারণ এবং বিকাল ৩টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষের উদ্যোগে আয়োজিত বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।













