
দেশচিন্তা ডেস্ক: বোয়ালখালীতে ১০৪তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেঙ্গুরা কে বি কে আর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
কোর্স প্রশিক্ষক প্রজীব কুমার বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কোর্স লিডার প্রবীর কান্তি মজুমদার এএলটি। বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাজী ইসহাক চৌধুরী, উপজেলা স্কাউটসের সাবেক সহ-সভাপতি সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম আঞ্চলিক স্কাউট সম্পাদক শাহে নেওয়াজ আলী মির্জা, চট্টগ্রাম জেলা স্কাউটস কমিশনার মোহাম্মদ আলী, বিদ্যালয় প্রধান শিক্ষক অলক কান্তি সেন, সাবেক জেলা স্কাউট সম্পাদক পীযুষ কুমার দে, উপজেলা স্কাউটস সহ-সভাপতি শওকত হোসেন, সদস্য সুমী বড়ুয়া।
৫দিনব্যাপী বেসিক কোর্সে প্রশিক্ষক ছিলেন মোহাম্মদ সোলায়মান এলটি, নুরুল ইসলাম এএলটি, সজল কান্তি বড়ুয়া, মোহাম্মদ হোসাইন, এসএম গোলাম মোস্তফা। উপস্থিত ছিলেন প্রণয় বড়ুয়া, উত্তম কুমার বিশ্বাস, মো. আবু কাইয়ুম, পিআরএস পাভেল মহাজন, সাজ্জাদ হোসেন, রায়হানুল কালাম, সুদীপ্ত দাশ।
প্রধান অতিথি কানিজ ফাতেমা বলেন, সুশৃঙ্খল জাতি গঠনে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম। রাষ্ট্রের দুর্যোগকালীন সময়ে স্কাউটরা সবার আগে এগিয়ে আসে।
বোয়ালখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
















