আজ : শনিবার ║ ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অভিনেত্রী ভদ্রা বসু মারা গেছেন

দেশচিন্তা ডেস্ক: কলকাতার বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু মারা গেছেন। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। মঞ্চ হোক বা ক্যামেরার সামনে সর্বত্রই তার অভিনয় দক্ষতা দর্শকদের মুগ্ধতা ও বিস্ময়ে ভরিয়ে দিয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কিছুদিন ধরেই গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই গুণী অভিনেত্রী। শুরুতে তার গলব্লাডারে স্টোন ধরা পড়ে। তবে অতিরিক্ত রক্তচাপ এবং হৃদযন্ত্রে সমস্যার কারণে তাৎক্ষণিক অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। ওষুধের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছিল।

কিন্তু পরিস্থিতি আরও জটিল হয় যখন হঠাৎ করেই তিনি ঘরে পড়ে গিয়ে মস্তিষ্কে আঘাত পান। তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে কলকাতার বিখ্যাত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে বর্ষীয়ান অভিনেত্রীর মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার হয়। এর মাঝে আবার তার কিডনির সমস্যাও দেখা দেয়। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে শুক্রবার রাতে তিনি মারা গেছেন।

ভদ্রা বসু ছিলেন প্রখ্যাত নাট্য নির্দেশক ও অভিনেতা অসিত বসুর সহধর্মিণী। মঞ্চ ও ক্যামেরার সামনে তিনি ছিলেন এক অসামান্য অভিনেত্রী। সম্প্রতি বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ