আজ : শনিবার ║ ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চতুর্থ বিবাহবার্ষিকীর দিন বাবা-মা হলেন রাজকুমার-পত্রলেখা

দেশচিন্তা ডেস্ক: বলিউড অভিনেতা রাজকুমার রাও ও অভিনেত্রী পত্রলেখার আজ চতুর্থ বিবাহবার্ষিকী। আর এ দিনেই প্রথম সন্তানের বাবা-মা হলেন এ তারকা দম্পতি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজকুমার-পত্রলেখার ঘরে আলো করে এসেছে একটি কন্যা সন্তান। এ সুখবর এরইমধ্যে নিজেদের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন তারা।

বাবা-মা হওয়ার সুখবর জানিয়ে তারকা দম্পতি তাদের ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, আমাদের চতুর্থ বিবাহবার্ষিকীতে ঈশ্বর আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ দিয়েছেন।

এরপর একটি কার্ডের মাধ্যমে কন্যা সন্তান জন্মের সুখবর দেন। লেখেন,
আনন্দের চোটে যেন চাঁদে পৌঁছে গিয়েছি! ঈশ্বর আমাদের কোলে কন্যাসন্তান পাঠিয়েছেন। আমরা খুব খুশি।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৫ নভেম্বর ভালোবেসে গাঁটছড়া বাঁধেন রাজকুমার-পত্রলেখা। বিয়ের পর একাধিকবার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে পত্রলেখার। তবে বিয়ের তিন বছর পর চলতি বছরের জুলাইয়ে তিনি ঘোষণা দেন তাদের সংসারে নতুন অতিথি আসছে। বর্তমানে অভিনেত্রী ও তার সন্তান দুজনেই সুস্থ আছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ