শহিদুল ইসলাম (শহিদ) বান্দরবান:
সারাদেশের মত বান্দরবানে ব্যাপক উৎসাহ উদ্ধিপনার মধ্যে দিয়ে পালিত হল মহান বিজয় দিবস ২০১৯ ক্ষুদে শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধা সেজে নেচে গেয়ে এবং কোমলমতি ছাত্র/ছাত্রিরা মুক্তি যুদ্ধের অভিনয় করে স্বরন করিয়ে দে মুক্তিযুদ্ধের চেতনা ।
একইভাবে থানচি উপজেলাতে ও পালন হয় মহান স্বাধীনতা দিবস , উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ সকাল ৮টা অনুষ্টিত দিবসে জাতীয় সংগীত জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু দিবস পালনে কর্মসুচি ।
দিনব্যাপি স্বাধীনতা দিবস পালনে কর্মসূচির মধ্যে ছিল স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহীদদের স্মরনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ ,জাতীয় পতাকা উক্তোলন ,আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সাংস্কৃতিক অনুষ্টান ইত্যাদি ।
প্রতিবছরের মত থানচি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সালাম গ্রহন এবং মাঠ পরিদর্ষন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক (মৃদুল) থানচি থানার অফিসার ইনচার্জ জোবাইরুল (হক) বাংলাদেশ পুলিশ থানচি থানার পক্ষে সালাম প্রধান করেন এস আই জালাল ।
এসময় উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা,ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ) থানচি প্রেস ক্লাবের সভাপতি মঙবোয়াচিং মারমা (অনুপম) উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুমে প্রু মারমা, প্রানী সম্পদ দপ্তরের কর্মকর্তা ডাক্তার আশরাফুল,থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুর মোহাম্মদ ।
এতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মঙথোয়ায়াই ম্যা (রনি ) প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন,থানচি সদর ইউপির সাবেক চেয়ারম্যান ওবামং মারমা ,থানচি সদর ইউপি সচিব চমউ মারমাসহ উপজেলার বিভিন্ন স্থরের জনসাধারন সহ আইনশৃঙ্খলায় নিয়োজিত বাহিনী উপস্থিত ছিলেন।