আজ : শনিবার ║ ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জুলাই সনদ বাস্তবায়নে অবিলম্বে গণভোট দিন —- অধ্যাপক আহসানুল্লাহ ভুঁইয়া

দেশচিন্তা ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম টীম অঞ্চল সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভুঁইয়া বলেছেন, জুলাই সনদকে আইনগত ভিত্তি দেয়ার জন্য জামায়াতে ইসলামী সহ ৮ দল দাবি জানিয়ে আসছে। সারাদেশের জনগণ জুলাই সনদ এর আলোকে নির্বাচন দেয়ার সমর্থন দিচ্ছে। কিন্তু অন্তর্বতীকালীন সরকার নির্বাচনের দিন গণভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে তামাশা করছে। জুলাই সনদ কার্যকরে আইনগত ভিত্তি দেয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই জুলাই সনদ বাস্তবায়নে অবিলম্বে গণভোট দিন। আর ৮ দলের ৫ দফা দাবি বাস্তবায়ন করুন।

আজ (১৪ নভেম্বর) বাদে জুমা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে (শিকলবাহা ক্রসিং) অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম-১৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, জেলা শিবিরের সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন, আনোয়ারা উপজেলা আমীর মাস্টার আবদুল গণি, পটিয়া উপজেলা আমীর জসিম উদ্দীন, কর্ণফুলী উপজেলা আমীর মাষ্টার মনির আবছার চৌধুরী সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

প্রধান অতিথি আরও বলেন, নভেম্বরেই অবশ্যই গণভোট দিতে হবে। জুলাই সনদের আইনের ভিত্তি বাস্তবায়নে গণভোটের কোনো বিকল্প নেই। দেশের অধিকাংশ রাজনৈতিক দলই গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে। যারা আগে এর বিরোধিতা করেছিল, তারাও এখন গণভোটের প্রয়োজনীয়তা স্বীকার করছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের দায়িত্ব হলো পতিত স্বৈরাচারের সব ধরনের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা। জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের যথাযথ মর্যাদা দিতে হবে। এই দেশে আর আওয়ামী লীগ ফ্যাসিবাদের কোনো স্থান হবে না। যারা তাদের পুনর্বাসনের চেষ্টা করছে, তারা সচেতন হোন- কারণ তাদের হাতে হাজার হাজার মানুষের রক্ত লেগে আছে। জুলাই বিপ্লব ও বিডিআর বিদ্রোহসহ একাধিক গণহত্যার দায় তাদের ওপরই বর্তায়।

উল্লেখ্য, বিক্ষোভ মিছিল ক্রসিং থেকে আরম্ভ হয়ে মইজ্যার টেক এসে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ