আজ : শনিবার ║ ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

‘তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে শান্তি ও সমৃদ্ধির’

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি ধ্বংসের আর রাজনীতি হলো গড়ার। বাংলাদেশ যতবার সংকটে পড়েছে, বিএনপি ত্রাণকর্তা হয়ে উদ্ধার করেছে। ৭৫ পরবর্তী বাংলাদেশের হাল ধরেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ৯১তে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে গণতন্ত্র পুন:রুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে সকল দল ও মতের মানুষকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির মাধ্যমে তলাবিহীন ঝুঁড়ি থেকে দেশকে স্বনির্ভর করেছে। বাংলাদেশের প্রতিটি উন্নয়ন ও অগ্রগতিতে বিএনপির ছোঁয়া রয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে ১৫নং বাগমনিরাম ওয়ার্ডের মেহেদীবাগ, দামপাড়া, কাজীর দেউড়ি এলাকায় তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর পূর্বে তিনি মেহেদীবাগ সিডিএ মসজিদে আসরের নামাজ আদায় করেন এবং মুসল্লীদের সাথে সালাম ও কুশল বিনিময় করেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে লুটপাট ও দুর্নীতি করেছে। জনগণের ভাগ্যের পরিবর্তে নিজেদের ভাগ্য পরিবর্তন করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। বিএনপি উন্নয়নের রাজনীতি করে তবে উন্নয়ন নিয়ে রাজনীতি করে না। আগামী দিনেও বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে। দেশের প্রতিটি ক্ষেত্রেই উন্নয়ন করা হবে। জনগণের অধিকার আদায়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। তাই দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে আবারও ক্ষমতায় আনতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ।

বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সরোয়ার আলম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক য্গ্মু সম্পাদক আনোয়ার হোসেন লিপু, শহীদুল ইসলাম চৌধুরী, শফিক আহম্মেদ, মো. শাহালম, শফিকুল আলম খোকন, মো. সালাউদ্দিন, নকীব উদ্দিন ভূইয়া, হেলাল চৌধুরী, এম এ হামিদ, গিয়াস উদ্দিন ভূইয়া। বক্তব্য রাখেন খালেদ সাইফুল্লাহ, জসিম উদ্দিন, পারভেজ সুজন, মো. উল্লাস, আনোয়ার হোসেন আনু, সেকান্দর আলম, গিয়াসউদ্দিন বাবলু, ফজর আলী, শহীদুল ইসলাম বাবু, লিয়াকত আলী, নজরুল ইসলাম, মো. ইয়াকুব, ইকবাল হোসেন, সাইফুল ইসলাম নিরব, ইফতেখার শাহরিয়ার আজম, আমানত আলী, মো. আলমগীর, রসুল মিয়া, শামসুল আলম শিপন, কামাল উদ্দিন দুলাল, মো. সম্রাট, মো. বাবু, মো. হোসেন, পল্লব, জসিম উদ্দিন, রায়হান, বাপ্পী প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ