আজ : শুক্রবার ║ ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরকল ইউনিয়নের উন্নয়ন অগ্রযাত্রায় নতুন দিগন্ত খুলে দিয়েছে কাদেরীয়া মাদ্রাসার বহুতল ভবন নির্মাণ প্রকল্প

দেশচিন্তা ডেস্ক: বরকল ইউনিয়নের উন্নয়ন অগ্রযাত্রায় নতুন দিগন্ত খুলে দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অনুদানে বহুতল ভবন নির্মাণ প্রকল্প। এ নির্মাণ কাজের অগ্রগতি ও গুণগত মান পরিদর্শনে ১১ অক্টোবর’২৫ মঙ্গলবার বিকালে বরকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোহাম্মদ মোতাহের মিয়া নির্মাণস্থল পরিদর্শন করেন। কানাইমাদারী ইসলামিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বহুতল ভবন নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি চলমান কাজের অগ্রগতি, নির্মাণ সামগ্রীর গুণমান এবং প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারকে কাজের গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন। পরিদর্শনকালে বরকল ইউনিয়ন এলডিপির সভাপতি শিক্ষাবিদ আলহাজ্ব মুহাম্মদ সাঈদ ইবনে খায়ের বলেন, “শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এই উদ্যোগ বরকল ইউনিয়নের শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিকভাবে কাজ সম্পন্ন হলে এ ভবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য হবে এক মূল্যবান সম্পদ।” পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, মাদ্রাসা সুপার ও ম্যানেজিং কমিটির সচিব মাওলানা মুহাম্মদ আজিজুল্লাহ, সহ-সুপার মাওলানা মুহাম্মদ জহুরুল ইসলাম, ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য জিএম শাহাদত হোসাইন মানিক, অভিভাবক সদস্য, এম.এ ছবুর, মুহাম্মদ ফরহাদ হোসেন রনি, মুহাম্মদ মুছা কন্ট্রাক্টর, মুহাম্মদ সাইফুদ্দীন চৌধুরী, মাওলানা মুহাম্মদ মহিবুল্লাহ, মুহাম্মদ মহিউদ্দীন, মাস্টার রশিদ আহমদ, জিএম আবু হানিফ, মুহাম্মদ আবির, মুহাম্মদ নুরুল আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ