আজ : শনিবার ║ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চন্দনাইশে ভোট কেন্দ্রে হামলা আটক ৫ জন

চন্দনাইশ প্রতিনিধি:

চন্দনাইশের পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরুর পর পরই হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশ পাঁচজনকে আটক করেছে ।

ওই কেন্দ্রের সামনে ও আশপাশের এলাকায় ঘটনার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল বলেন, কেন্দ্রে হামলার ঘটনার পর পাঁচজনকে আটক করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আটক পাঁচজনের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। আটক মোহাম্মদ আলী (৩৫) একেএম নাজিম উদ্দিনের সমর্থক বলে জানিয়েছেন স্থানীয়রা।

পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন মো. ফরহাদ হোসেন নামে এক পুলিশ কনস্টেবল।

আজ ২৪ মার্চ রোববার সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্তী বলেন, পূর্ব চন্দনাইশ এলাকার ওই কেন্দ্র দখলে নিতে এ হামলা চালানো হয়। আহত কনস্টেবল ফরহাদ হোসেনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ