আজ : বৃহস্পতিবার ║ ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজকীয় লুকে চমকে দিলেন বুবলী

দেশচিন্তা ডেস্ক: ঢালিউডের স্টাইল আইকন হিসেবে আলাদা পরিচিতি রয়েছে চিত্রনায়িকা বুবলীর। শুধু সিনেমা আর শাকিব খান ইস্যু নিয়েই যে আলোচনায় থাকেন নায়িকা, এমনও নয়। কখনো ভক্তদের মন জুড়িয়ে দেন নিজের রূপ-লাবণ্য দিয়ে।

এবারও তার ব্যতিক্রম ঘটল না। নায়িকাকে দিন কয়েক ধরেই দেখা যাচ্ছিল নিজেকে নিত্য নতুন সাজে মেলে ধরতে। তবে এবার যে লুকে আবির্ভূত হলেন, তার প্রশংসার দাবি রাখেই; কারণ, এবার যে নায়িকা নিজেকে ফুটিয়ে তুলেছেন এক রাজকীয় আবহে!

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করলেন বুবলী, আর তাতেই ঝড় উঠল নায়িকার ভক্তদের মাঝে।

বুবলীকে দেখা গেছে অফ-শোল্ডার সাদা ফুলেল টপ আর কালো জমকালো গাউনে; যেন একেবারে হলিউড ডিভার মতো। একটি কালো বিলাসবহুল স্পোর্টস কারের বনেটে বসে আছেন বুবলী; যা আলাদা মাত্রা এনে দেয়। গাড়ির ইন্টেরিওর কালারও যেন মিশে গেছে তার রাজকীয় লুকের সঙ্গে। একদিকে ক্যামেরার দিকে লাস্যময়ী চাহনি, অন্যদিকে স্টিয়ারিংয়ে হাত রেখে এক আত্মবিশ্বাসী ভঙ্গি- সব মিলিয়ে যেন ফ্যাশনের এক জীবন্ত সিনেমা দেখিয়ে দিলেন নায়িকা!

বলা বাহুল্য, এই লুকের মূল আকর্ষণ তার পোশাক ও মেকওভার। সাদা ফুলেল নকশা টপের সঙ্গে কালো স্লিম-ফিট গাউন, যা তৈরি করেছে এলিগ্যান্ট কনট্রাস্ট। এছাড়াও মাথায় ভেইলযুক্ত হ্যাট আর কানে মুক্তার দুল যেন তাকে নিয়ে যায় স্টাইলের অনন্য এক মাত্রায়।

এই ফটোশুটের ক্যাপশনেও উঠে এল তার অভিব্যক্তি। এক বাক্যে নিজের আত্মবিশ্বাস, সাফল্য আর গ্ল্যামার; সবটাই তুলে ধরেছেন বুবলী। লিখেছেন, ‘বসের মতো লড়ো, রাণীর মতো বাঁচো।’

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় এই তারকা। নতুন পোস্ট মানেই সেখানে ভালোবাসার বন্যা। কয়েক ঘণ্টার মধ্যেই বুবলীর এই ছবিগুলোতে ভরে গেছে হাজার হাজার লাইক ও মন্তব্যে। কেউ লিখেছেন, ‘এই লুক একেবারে কুইনের মতো!’ আবার কেউ বলেছেন, ‘এ যেন ঢালিউডের হলিউড সংস্করণ।’

বর্তমানে সিনেমার ব্যস্ততা না থাকলে বিভিন্ন ফটোশুট কিংবা ইভেন্টে যোগ দিয়ে ব্যস্ততায় থাকছেন বুবলী। তবে এই ফটোশুটকে একটি পার্লারের প্রোমোশন হিসেবে কাজে লাগানো হয়েছে, যেখানে মূল মডেল হিসেবে কাজ করেছেন বুবলী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ