
সাতকানিয়া প্রতিনিধি:
কাঞ্চনা ইউনিয়ন আওয়ামী লীগ , ৩ নং ওয়ার্ডে সাংগঠনিক সপ্তাহ ও সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে সম্প্রতি এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজী ছালেহ আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া থানা আওয়ামী লীগের সদস্য বাবু রুপ কুমার নন্দী, প্রধান বক্তৃা হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদ জাহাঙ্গীর, বিশেষ অথিতি ছিলেন কাঞ্চনা ইউনিয়নের চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক রমজান আলী, উপজেলা তাঁতী লীগের সভাপতি সোহরাব হোসেন মিন্টু।
বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করার উপর গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান।
সভায় আরো বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ইউনুস, ওয়াড আওয়ামী লীগ নেতা আবু, বিশু নন্দী, মেম্বার কামরুজ্জামান, মেম্বার হিরু, যুবনেতা হারুনর রশিদ, ছাএনেতা রবীন প্রমুখ।