আজ : সোমবার ║ ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও এক আসামি গ্রেফতার

দেশচিন্তা ডেস্ক: খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়ায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মো. সোহেল (২৬) নামের আরও এক আসামিকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত ৫ আসামি গ্রেফতার হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা জানায়, খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি মো. সোহেল (২৬) কে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ। সে বর্তমানে সদর থানা হেফাজতে রয়েছে। তাকে আজ আদালতে হাজির করা হবে।

ত্রিপুরা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৬ জনকে আসামি করে চলতি বছরের ১৭ জুলাই তারিখে খাগড়াছড়ি সদর থানায় মামলা হয়। এরপরই ৪ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পলাতক অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানায় পুলিশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ