আজ : সোমবার ║ ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভেনেজুয়েলা উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের গাইডেড-ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ

দেশচিন্তা ডেস্ক: যুক্তরাষ্ট্রের গাইডেড-ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ ইউএসএস গ্রেভলি মেরিন সেনাসদস্যদের নিয়ে ভেনেজুয়েলা উপকূলের কাছে ক্যারিবীয় দ্বীপদেশ ত্রিনিদাদ ও টোবাগোতে পৌঁছেছে, যা ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সেখানে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ালো।

আল-জাজিরা জানিয়েছে, যুদ্ধজাহাজটি রোববার (২৬ অক্টোবর) ত্রিনিদাদের রাজধানী পোর্ট অব স্পেন-এ পৌঁছেছে এবং বৃহস্পতিবার পর্যন্ত জাহাজটি সেখানেই অবস্থান করবে। স্থানীয় সরকার জানিয়েছে, এই সময়ের মধ্যে মার্কিন মেরিন সেনাদের একটি দল ত্রিনিদাদ ও টোবাগো’র প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যৌথ মহড়া অনুষ্ঠান করবে।

এই যুদ্ধজাহাজটিতে অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা এবং হেলিকপ্টার পরিচালনা ব্যবস্থাও আছে। এই মহড়ার আয়োজন মূলত ল্যাটিন আমেরিকায় মাদক-পাচারের বিরুদ্ধে, বিশেষ করে ভেনেজুয়েলাকে নিশানা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোরদার হতে থাকা সামরিক অভিযানের অংশ।

ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচারকারী নৌযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অভিযানের জেরে ক্রমাগত আঞ্চলিক উত্তেজনা বাড়ছে এবং মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় বেশকিছু মানুষ নিহতের ঘটনাও ঘটেছে। গত মাসের শুরু থেকে মার্কিন বাহিনী বেশ কয়েকটি মাদকবাহী নৌযানে হামলা চালিয়েছে, যার বেশিরভাগই হয়েছে ক্যারিবীয় সাগরে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো মাদকচক্রের নেতৃত্ব দিচ্ছেন বলে ট্রাম্প অভিযোগ করেছেন, তবে মাদুরো এমন অভিযোগ অস্বীকার করে আসছেন। দুই দেশের মধ্যে অচলাবস্থা আরও বেড়ে যায় গত শুক্রবার, যখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন ক্যারিবীয় অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস গেরাল্ড আর ফোর্ড মোতায়েনের নির্দেশ দেয়।

ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক শক্তি বাড়ানোর পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প গোয়েন্দা সংস্থা সিআইএ-কে ভেনেজুয়েলায় অভিযান চালানোর এখতিয়ারও দিয়েছেন। এই বড় ধরনের সামরিক হুমকি থেকে নিজেদের উপকূল রক্ষায় ভেনেজুয়েলা প্রতিরক্ষা মহড়া শুরু করেছে বলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো শনিবার জানিয়েছেন।

সূত্র: আল জাজিরা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ