আজ : রবিবার ║ ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাঙামাটিতে পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

দেশচিন্তা ডেস্ক: রাঙামাটির কাউখালীতে পাহাড় কাটার সময় মাটি ধসে জসিম উদ্দিন নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব সোনাইছড়ি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন রাঙ্গুনিয়া উপজেলার ফারুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জঙ্গল ফরুয়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সোনাইছড়ি পাড়ার ব্রিজের ব্লক নির্মাণের জন্য পাশের পাহাড় থেকে মাটি কাটছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ পাহাড় ধসে পড়লে জসিম ও আরেক শ্রমিক মাটিচাপা পড়েন। পরে স্থানীয়রা জসিমকে উদ্ধার করে রাউজান জে. কে. মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খালেক।

তিনি বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটার সত্যতা পেয়েছি। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ